• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নীলফামারীর কিশোরীগঞ্জে ৬ এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় নকল করার অভিযোগে ছয় এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন, মন্থনা উচ্চ বিদ্যালয়ের নুর হোসেন ও শামীম হোসেন মুন, ভেড়ভেড়ী মাঝাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাহাদী হাসান, বেগম খালেদা জিয়া উচ্চ বিদ্যালয়ের সৌরভ আলী, কালিকাপুর স্কুল এন্ড কলেজের মারিফুল ইসলাম এবং কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাইফুল আলম।

কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালিন এসব পরীক্ষার্থীদের নকল করার অভিযোগে বহিস্কার করা হয়।

কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ৬ পরীক্ষার্থীকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।