• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নীলফামারীর ডিসি অফিস মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ ঘোষণা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের মোড়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে (২৪ জুন) এর উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। এ সময় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে ১২ লাখ টাকা ব্যয়ে গত আগস্ট মাসে এর নির্মাণ কাজ শেষ হয়।

জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন জানান, জেলা শহরে জাতির জনক বঙ্গবন্ধুর কোনো ম্যুরাল না থাকায় তার প্রতি শ্রদ্ধা জানাতে বিক্ষিপ্তভাবে পুষ্পমাল্য অর্পণ করতে হচ্ছিল।

এ কারণে আমি ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেই। ম্যুরালটি শুধু সরকারি কর্মসূচিতেই নয়, সবাই ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ডিসি অফিস মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ হিসেবে নামকরণের ঘোষণা দেন।

এ সময় সংসদ সদস্য নির্মিত ম্যুরালটির সৌন্দর্য বর্ধন এবং নন্দিত করার জন্য প্রকল্প গ্রহণেরও প্রতিশ্রুতি দেন।