• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো দুই করোনা রোগী শনাক্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২০  

নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম। আক্রান্তরা হলেন- উপজেলার জোড়াবাড়ি ইউপির ঝাড়পাড়া ও মির্জাগঞ্জ পাইকারপাড়া এলাকার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইব্রাহীম জানান, চলতি মাসের শুরুতে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন ওই দুইজন। পরে জ্বর-সর্দি হলে ৭ মে তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রোববার রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।