• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলসাগর এক্সপ্রেসে চরম শিডিউল বিপর্যয়!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

ঈদের পর থেকে চিলাহাটি-নীলফামারী-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে। ট্রেনটি রবিবার পর্যন্ত ১১ ঘন্টা উপরে বিলম্বে চলাচল করেছে। বিষয়টি নিয়ে নীলফামারীসহ ওই ট্রেনে চলাচলকারী জনগণ মারাত্মক সমস্যায় পড়েছে।

নীলফামারী স্টেশন মাস্টার রতন সরকার  আন্তঃনগর নীলসাগর ট্রেনটি ১১ ঘন্টার উপরে বিলম্বে চলাচল করার সত্যতা নিশ্চিত করেছেন।

রেলওয়ের সূত্রমতে, ট্রেনটির শিডিউল অনুযায়ী রাত ৯টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে ডোমার-নীলফামারী-সৈয়দপুর-পার্বতীপুর-ফুলবাড়ি-বিরামপুর-জয়পুরহাট-সান্তাহার-নাটোর- টাঙ্গাইল-জয়দেবপুর হয়ে ঢাকা কমলাপুর পৌছানোর কথা সকাল ৭টায়। ওই ট্রেনটি আবার সকাল ৮টায় ঢাকা কমলাপুর হতে একই ভাবে ছেড়ে এসে সন্ধ্যা ৬টায় চিলাহাটি পৌছাবে। কিন্তু ট্রেনটি সিডিউল অনুযায়ী চলাচলে ব্যর্থ হয়ে ১১ ঘন্টা বিলম্বে চলাচল করছে। এতে দেখা যায় ট্রেনটি চিলাহাটি হতে রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে রবিবার সকাল ৭টা ৩৫ মিনিটে ছেড়ে যায় ঢাকায়। 

যাত্রী সাধারণের অভিযোগ, ঈদের পর থেকেই ট্রেনটি তিন/চার ঘন্টা বিলম্বে চলছিল। কিন্তু এই বিলম্বটি ধীরে ধীরে ১১টা ঘন্টা ছাড়িয়ে যায়।  ফলে ১১ ঘন্টার উপরে ট্রেনটি বিলম্বে চলাচল করায় সাধারণ যাত্রীরা দিশাহারা হয়ে পড়েছে। এই ট্রেনের চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে ট্রেন ধরতে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা প্লাটফর্মে অথবা আবাসিক হোটেলে রাত্রীযাপন করতে বাধ্য হচ্ছে।

এ ব্যাপারে রেলের পশ্চিমাঞ্চলের চিফ সিগন্যাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার অসীম কুমার তালুকদার বলেন, চিলাহাটি ঢাকা-চিলাহাটি রেলপথের অনেক রেলস্টেশন বন্ধ হয়ে যাওয়ায় দুটি ট্রেনের ক্রসিং দিতে বিলম্ব হচ্ছে ট্রেনের সময় সূচি। তবে নীলসাগর ট্রেনটির সাপ্তাহিক বন্ধ ছিল রবিবার। যেহেতু ট্রেনটি বিলম্বে চলছে সেহেতু শনিবারের রাতের যাত্রীদের নিয়ে ট্রেনটি ররিবার সকালে ঢাকা ছেড়ে যায়। তবে সোমবার থেকে ট্রেনটি নির্ধারিত সময়ে চলাচল করতে পারবে।