• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগরে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন ও সমাবেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

“অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের চাকুরী  সুনির্দিষ্ট  নীতিমালাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে পঞ্চগড় ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) উদ্দ্যেগে শেরে বাংলা পার্কের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, পঞ্চগড় জেলা ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভস এ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আলাউদ্দিন, মোঃ লিটন প্রমুখ । 

 এসময় বক্তারা বলেন, সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারন, বর্তবান মুল্যের সাথে সামঞ্জস্য রেখে টিএডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, সপ্তাহিক ও জাতীয় সকল ছুটি ভোগের বিধান, ফারিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান চাকুরী নিরাপত্তা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়োনের দাবি জানান, সমাবেশে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরো বলা হয় ফারিয়ার দাবি অচিরে না মানা হলে দাবি আদায়ের লক্ষে একযোগে সারা দেশে কর্মবিরতি পালনের মাধ্যমে বাজারে ঔষুধ সরবরাহের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়।