• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর বেড়েছে শীতের তীব্রতা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরে আবারও বেড়েছে শীতের তীব্রতা। গত তিনদিন ধরে তাপমাত্রা বাড়লেও রোববার (৫ জানুয়ারি) ভোর থেকে তা কমছে।

তাপমাত্রা কমে এদিন সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে করে গত কয়েকদিনের তুলনায় শৈত্যপ্রবাহের দাপট অনেকটাই বেড়ে গেছে। কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সকাল থেকেই সূর্যের দেখা নেই। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের দাপট।

দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে যানবাহন। এদিকে শীতের তীব্রতা থেকে রেহায় পেতে এবং শীত নিবারণের চেষ্টায় রাস্তার পাশে, বিভিন্ন দোকানের সামনে  আগুন পোতে দেখা গেছে অনেককেই। তাপমাত্রা উঠা-নামা করায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববার ভোর ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েক ঘণ্টার ব্যবধানে কমে সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।