• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পঞ্চগড়ে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

পঞ্চগড়ের সদর উপজেলায় এলাকায় পানিতে ডুবে সামসুল হক(৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার জেলার সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের কৈকুড়ি এলাকায় কৈকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বীরমুক্তিযোদ্ধা সামসুল হক ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত মুক্তিযোদ্ধা সামসুল তার বড় ছেলের মেয়ে সুমাইয়া(৭) নামে তার নাতনীকে বাড়ির পাশে নালার পানি দেখতে যায়। সেখানে তার নাতনী পানিতে পড়ে নিখোঁজ হলে তিনি তার নাতনীকে খোঁজার জন্য পানিতে নামে এবং তিনিও পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা   তাদের দুজনকে ঘটনাস্থল থেকে  দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ওই মুক্তিযোদ্ধাকে মৃত ঘোষণা করেন তবে তার নাতনী সুমাইয়া বর্তমান চিকিৎসাধীন রয়েছে। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ পানিতে পড়ে ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।