• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পবিত্র আল-আকসার ঈদ জামাতে হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৯  

ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। এতে প্রায় ডজন খানেক মুসল্লি আহত হয়েছে বলে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হামলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ডজন খানেক মুসল্লি আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত, তা নিশ্চিত করে জানাতে পারেনি তারা।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের ফিলিস্তিন শাখা জানিয়েছে, ঠিক কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। রোববার ফিলিস্তিনের মুসলিমরা ঈদ-উল-আজহা পালন করছেন। হামলার সময় হাজারো ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করছিলেন।