• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পরাজিত ভাইয়ের বাসায় সাদ এরশাদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ ফলাফল ঘোষণার ১৬ ঘণ্টা পর পরাজিত আপন চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় রংপুরের উন্নয়নে শাহরিয়ার আসিফকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দেন সাদ এরশাদ।

রোববার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এরশাদের পৈত্রিক নিবাস স্কাইভিউতে এই শুভেচ্ছা বিনিময় হয়।

মূলত রংপুরের উপ-নির্বাচনে এরশাদ পরিবারের এই দুই সন্তান সাধারণ ভোটারদের আলোচনায় বেশ সাড়া ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত ভোটযুদ্ধে জয়ের মালা সাদ এরশাদের গলায় ওঠে। এই নির্বাচনে এরশাদের ছোট ভাইয়ের ছেলে শাহরিয়ার আসিফ ছিলেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে তৃতীয় হয়েছেন তিনি। পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

সাদ এরশাদ স্কাইভিউতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করার সময় তাকে মিষ্টি খাইয়ে দেন আসিফ। দুই ভাই পাশাপাশি বসে হাসিমুখে কুশল বিনিময় করেন। পরে পরিবারের অন্য সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাদ এরশাদ।

এ সময় সাদ এরশাদ বলেন, ‌'আসিফ আমার ভাই। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সে যদি জাতীয় পার্টিতে ফিরতে চায় আমরা তাকে ওয়েলকাম জানাব। আমি রংপুরের উন্নয়নে তার সহযোগিতা চেয়েছি। সে আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।'

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পর ভোটের ফলাফল নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন আসিফ। কারণ নির্বাচনে স্থানীয় প্রার্থী হিসেবে আসিফ বেশ আলোচনায় ছিলেন। তার জয়ের ব্যাপারে সাধারণ ভোটার ও পরিবারের মধ্যে অনেকে আশাবাদী ছিলেন। কিন্তু ভোটের ফলাফলে সাদ এরশাদের প্রতিদ্বন্দ্বী হতে পারেননি আসিফ।