• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পরিবারসহ কোয়ারেন্টাইনে সৈয়দপুরের অতিরিক্ত পুলিশ সুপার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পরিবারের সব সদস‌্যসহ স্বেচ্ছায় শনিবার (২১ মার্চ) থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সৈয়দপুর সার্কেলের দায়িত্বরত এ কর্মকর্তা গত ১৭ মার্চ ভারত থেকে দেশে ফিরেছেন। চলতি মার্চ মাসের ২য় সপ্তাহে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভারত সফর গিয়েছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, বিদেশ থেকে যারা আসছেন তাদের অবশ‌্যই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমি সে কারণে পরিবারের সদস‌্যদের নিয়ে স্বেচ্ছায় শনিবার থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছি।

তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে আপনাদের আশে পাশে যারা বিদেশ থেকে আসছেন, তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেবেন। যদি ওই ব‌্যক্তি কোয়ারেন্টিন মেনে না চলেন, তাহলে প্রশাসনকে অবশ‌্যই অবহিত করবেন।