• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পরীক্ষা শেষে বাড়ি ফিরতে পারল না আসমা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের কাহারোলে মাইক্রোবাসের চাপায় এক পিএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার ১১ মাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা খাতুন সুন্দরপুর ইউপির ইতিয়া গ্রামের মন্টু মিয়ার মেয়ে। সে ইতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় অংশ নেয়।

এদিকে নিহতের ঘটনায় সৈয়দপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কাহারোল থানার ওসি আইয়্যুব আলী বলেন, প্রথম দিন ইংরেজি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল আসমা। ১১ মাইল মোড়ে পৌঁছালে বেপরোয়া একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। মরদেহ উদ্ধার করে সদর হাপসাতাল মর্গে পাঠানো হয়েছে।