• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পরীক্ষা হলে মোবাইল নিয়ে প্রবেশ, শিক্ষার্থী বহিষ্কার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় মোবাইলের মাধ্যমে নকল করার দায়ে গাইবান্ধায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ ও আসাদুজ্জামান কলেজ থেকে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা বিষয়টি নিশ্চিত করে জানান, শতভাগ নকল মুক্ত পরীক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গাইবান্ধা মহিলা কলেজ ও আসাদুজ্জামান কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে সাত শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়। এ সময় তাদের মোবাইলে নকল পাওয়া যায়। পরে নিয়ম অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।