• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পর্তুগালের জয়ে রোনালদোর গোল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

ইউরো বাছাইয়ে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার দল পর্তুগালও জিতেছে অনায়াসে। লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

খেলার ষোড়শ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা। গোলের দেখা অবশ্য তার আগের মিনিটেই পেতে পারতো দলটি। সিলভার ডি-বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন জোয়াও ফেলিক্স। বল দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। 

পরের আক্রমণেই এগিয়ে যায় ইউরো চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে নেলসন সেমেদোর শট গোলরক্ষকের গায়ে লেগে অরক্ষিত সিলভার পায়ে যায়। অনায়াসে প্লেসিং শটে বাকিটুকু সারেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে গোলমুখ থেকে তার দুর্বল বাইসাইকেল কিক অনায়াসে ঠেকান গোলরক্ষক।

৬৫তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। প্রতিপক্ষের সামান্য ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক চিপ শটে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে ঠিকানা খুঁজে নেন জুভেন্টাস তারকা।

এই নিয়ে জাতীয় দলের হয়ে শেষ তিন ম্যাচে ৬ গোল করলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার মোট গোল হলো ৯৪টি।

৮৯তম মিনিটে জটলার মধ্যে বল পেয়ে নিচু শটে জয় নিশ্চিত করেন গনসালো গেদেস। তার নিচু শট প্রতিপক্ষের খেলোয়াড়দের পায়ে লেগে ভিতরে ঢোকে।

প্রথম দুই ম্যাচে ড্র করা পর্তুগাল টানা তৃতীয় জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

ঘরের মাঠে লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারানো ইউক্রেন এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে।