• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পাঁচ নব্য জেএমবি গ্রেফতার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে  নব্য জেএমবি’র  পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এদের মধ্যে দুজন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

সিটিটিসি জানায়, গ্রেফতার জঙ্গিরা পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের পুরো পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা।

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার  (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিটিটিসির প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

সিটিটিসি সূত্র জানায়, ‘লোন ওলফ’ বা ‘একাকী মুজাহিদ’ বলে জঙ্গিদের যে টার্ম রয়েছে, ‘ওলফ প্যাক’ সেরকমই। এরা স্লিপার সেলের মতো কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে তাদের সাংগঠনিক কোনো ভিত্তি নেই। এরা সেলফ র‌্যাডিক্যালাইজড হয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করে গ্লোবাল জিহাদ এগিয়ে নেয়ার কথা বলে হামলার পরিকল্পনা করে।