• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পাকিস্তান সফরে যাচ্ছেন মাশরাফী!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০  

দীর্ঘ আট মাস পর ৫০ ওভারের ক্রিকেটে নামছে বাংলাদেশ জাতীয় দল। এছাড়া ইংল্যান্ড বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেলতে নামছেন দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা। অনেকের ধারণা এটাই হতে যাচ্ছে তার শেষ সিরিজ। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে অন্য কিছুরই আভাস দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। এমনকি পাকিস্তান সফরেও যেতে পারেন তিনি!

জিম্বাবুয়ে সিরিজের সংবাদ সম্মেলন হলেও মাশরাফীর অবসর প্রসঙ্গ উঠে এসেছে বারবার। তাই পরবর্তী সিরিজে পাকিস্তানে খেলতে যাবেন কিনা এমন প্রশ্নও করা হয় তাকে। জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে রাজি থাকার দিকে ইঙ্গিত করেন ওয়ানডে অধিনায়ক। 

তবে দলের আরেক সিনিয়র সদস্য মুশফিকুর রহিমের না যাওয়ার ব্যাপারে তার পাশেই সমর্থন দিয়েছেন মাশরাফী। তিনি বলেন, ‘আমি অবশ্যই মুশফিকুর রহিমের সিদ্ধান্তকে সম্মান জানাই। বিসিবিও সফরে যাবার বিষয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিয়ে রেখেছে। অবশ্য নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন কারা পাকিস্তান সফরে যাবেন এবং কারা যাবেন না। দলের প্রয়োজন হলে আমি যেকোনো জায়গায় যেতে প্রস্তুত। পাকিস্তান সফরের জন্য ডাকা হলে আমি আমার জবাব দেব।’ 

এর আগে টেস্ট সিরিজ চলাকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, মাশরাফী যদি ক্রিকেটে টিকে থাকতে চান তবে ম্যাচ ফিটনেস এবং পারফরম্যান্স দিয়ে তাকে যোগ্যতা প্রমান করতে হবে। 

এ প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘প্রথমত এই সিরিজে কি হবে তা আমি বলতে পারব না। তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য প্রয়োজনীয় সবকিছু করতেই রাজি আছি আমি। আমি মনে করি বিসিবি হচ্ছে আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্তই নেবে ভেবেচিন্তে নেবে। সুতরাং আমি মনে করি তারা সেরা সিদ্ধান্তটাই নেবে। দিনশেষে আমরা বোর্ডের সিদ্ধান্তই মেনে নেব।’