• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পাকিস্তানে মদিনা সনদ চালুর ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

পাকিস্তানকে মদিনার আদলে গড়ে তোলার অঙ্গীকার করেছে ইমরান খানের সরকার। দেশটির ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদেরি এ তথ্য জানান।

রোববার ( ৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, প্রথমবারের মতো কোনো সরকার প্রধান পাকিস্তানে মদিনা সনদ চালুর কথা বলেছেন। পাকিস্তানে মদিনা সনদ চালু হবেই। খবর জিয়ো নিউজের।

নুরুল হক কাদেরি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে দেয়া বক্তৃতায় কাশ্মীর ও খতমে নবুওয়ত ইস্যুটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। আন্তর্জাতিক পরিমন্ডলে তার এ বক্তৃতা খুবই ফলপ্রসূ হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের কিছু ষড়যন্ত্রকারী খতমে নবুওয়তের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এরা দেশের হিতাকাঙ্ক্ষী নয় বরং দেশের জন্য অমঙ্গলজনক।