• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পাকিস্তানের হেড কোচ মিকি আর্থার বরখাস্ত হলেন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

বিশ্বকাপের পর উঠা গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে মিকি আর্থারকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যান এহসান মনি এমন ঘোষণা দেন।

এদিকে শুদু আর্থারই নন, একইসঙ্গে জাতীয় দলের দায়িত্ব থেকে সরানো হচ্ছে বোলিং কোচ আজহার মাহমুদ, ব্যাটিং কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও ট্রেইনার গ্রান্ট লুডেনকেও।

বিবৃতিতে এহসান মনি বলেন, ‘নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিসিবির পক্ষ থেকে আমি আর্থার, ফ্লাওয়ার, লুডেন ও আজহারকে ধন্যবাদ জানাই। তাদের কঠোর পরিশ্রমে দল অনেক সাফল্য পেয়েছে। এই কোচিং স্টাফদের জন্য শুভকামনা।’

পিসিবি চেয়ারম্যান জানান, এখন নতুন করে প্রধান কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ট্রেনার পদে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেবে পিসিবি। সেখান থেকে যাচাই-বাছাই করে যোগ্যতম চার কোচকে নিয়োগ দেয়া হবে।

২০১৬ সালে দুই বছরের জন্য পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া আর্থার পাকিস্তানকে কম সফলতা এনে দেননি। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে সরফরাজ-বাবর আজমদের ১ নম্বরে তুলে আনেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। তবে বিশ্বকাপে ভরাডুবির পর তার অনুরোধও কর্ণপাত করেনি পিসিবি।

পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হলেও খুব বেশিদিন হয়তো বেকার থাকতে হবে না আর্থারকে। কেননা শ্রীলঙ্কা ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, এরই মধ্যে আর্থারের দিকে হাত বাড়িয়েছে বলে গুঞ্জন রয়েছে।