• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পার্বতীপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ২ লাখ টাকা বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২০  

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর কর্তৃক প্রদত্ত করোনাভাইরাস প্রতিরোধে (কোভিড-১৯) করোনা মোকাবিলায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের দুই দিনের ভাতা হিসেবে ২শ’ জন আনসার-ভিডিপির মাঝে ১ লাখ ৯০ হাজার টাকা সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে পার্বতীপুর উপজেলা আনসার-ভিডিপি অফিস ও উপজেলার ভবানীপুর আনসার ভিডিপি ক্লাব চত্বরে এ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ করেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মোমিন উদ্দীন। 

অনুষ্ঠানে সদস্য-সদস্যাদের ভ্যাট কর্তন করে মাথাপিছু ৯শ' ৪০ টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১ হাজার ১৫৭ জন সদস্য-সদস্যা মাঝে করোনাভাইরাস প্রতিরোধে এসব দুই দিনের ভাতা প্রদান করা হয়।