• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পার্বতীপুরে ৩১ কোটি টাকার দুটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

দিনাজপুরের পার্বতীপুরে ধর্ম ও ভূমি মন্ত্রণালয়ের অধীনে দুটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পৃথক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৫ আসনের এমপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

উন্নয়ন কাজের মধ্যে রয়েছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাস্কৃতিক কেন্দ্র এবং

ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ। এসব কাজে ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ২৮ লাখ ৪০০ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রেহানুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান হফিজুল ইসলাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিকসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।