• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পীরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

রংপুরের পীরগঞ্জে যৌতুকের টাকা আদায়ে ধ্যযুগীয় কায়দায় স্ত্রীর হাত-পা বেঁধে মারধর করে পাষন্ড স্বামী জুয়েল মিয়া(৩৫)। পুলিশ হাত বাঁধা অবস্থায় আহত ওই গৃহবধূকে উদ্ধার করার পর তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে পরিবারের সদস্যরা।

সোমবার বিকেলে উপজেলার শানেরহাট ইউনিয়নের কাজীরপাড়া গ্রাম থেকে আহত বধূকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই জুয়েলের পরিবারের লোকজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, কাজীরপাড়ার ডিপটি মিয়ার ছেলে জুয়েল রংপুর নগরীর ধর্মদাস মিলনপাড়ার নূরুল ইসলামের মেয়ে মুন্নিকে বিয়ে করেন। ১০ বছরের সংসারে তাদের একটি ছেলে শিশু রয়েছে। বিয়ের পর মুন্নির বাবার পরিবার জুয়েলকে বড় অঙ্কের টাকা যৌতুক দেয়। এরপরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে মুন্নিকে প্রায়ই মারধর করত জুয়েল। এ কাজে সহযোগিতা করত তার পরিবারের লোকজন।

ঘটনার দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও জুয়েলের পরিবারের সদস্যরা মুন্নিকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বাবা নূরুল ইসলাম ৬ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন বলেও জানায় পীরগঞ্জ থানা পুলিশ।