• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগাছায় শিক্ষকের দোকান দখলে নিয়ে ভবন তৈরি করার অভিযোগ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

রংপুরের পীরগাছা সদরের বিক্রি হওয়া পনে এক শতাংশ জমির মধ্যে দোকান দখলে নিয়েছে জমি বিক্রেতার ভাই ও বোন।

জমি হরানো সহকারী শিক্ষক আব্দুর রউফের বাড়ী রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্নরাম গ্রামে। তিনি পশ্চিমদেবু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।সহকারী শিক্ষক আব্দুর রউফ জানান,২০১৪ সালে আমি পনে এক শতাংশ জমি ঘর সহ ক্রয় করি ৫ নং ছাওলা ইউনিয়নের কিসামত ছাওলা গ্রামের আজিজার রহমানের ছেলে আশরাফুল ইসলামের কাছ থেকে । জমি বিক্রেতার টাকার প্রয়োজন হওয়ার কারনে আমার কাছে এসে জমি বিক্রি জমি বিক্রি করেন।আমি জমি ক্রয় করার আগে জমি বিক্রেতাকে বার বার জিজ্ঞাসা করেছিলাম আমি কিন্তু পজেশন অনুযায়ী জমি ক্রয় করবো। তখন তিনি আমাকে বলেছিলেন পজিশন নিয়ে কোন ঝামেলা হবে না। এই বলে ঘর সহ পজিশন আমাকে দেন। শুধু তাই নয় তিনি আমাকে জানিয়েছিলেন বাকী জমি অংশিদাররা জমি বিক্রেতার কাছে জমি ক্রয় করতে চেয়েছিলেন কম টাকা দিয়ে ,এ কারনে কোন অংশিদারকে জমি না দিয়ে ,আমার কাছে জমি বিক্রি করেছেন।

আমি একজন শিক্ষক মানুষ কোন ঝামেলায় যেতে চাই না, আমি এর সমাধান করার জন্য পীরগাছা থানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েছিলাম। কিš‘ গণ্যমান্য ব্যক্তিরা আইনের আশ্রয় নিতে বলেছেন, শুধু তাই নয় আমার নির্মিত মাস্টার মের্টাল দোকান ঘর টি পর্যন্ত ভেঙ্গে দিয়ে ওরা জোর করে নতুন ভাবে ঘর তৈরি করা শুরু করে দিয়েছেন । দোকানে থাকা আমার মালামালের কি অবস্থা আমি নিজেই জানি। এখন তো আদালত পর্যন্ত বন্ধ, এখন আমি কি করবো ? আর ওরা যেখানে জমি ছেড়ে দিতে চাচ্ছেন, সেখানে দোকান ঘর তৈরি করা সম্ভব হবে না।

আমি সকললের কাছে অনুরোধ করবো বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য ।