• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পুকুর পাড়ে পেঁপে চাষে বাড়তি আয়

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯  

শেরপুরের নকলায় প্রায় প্রতিটি পুকুর পাড়ে ফল ও শাক-সবজি চাষ করা হচ্ছে। বিশেষ করে উচ্চ ফলনশীল পেঁপে আবাদে লাভ বেশি পাওয়ায় এ চাষে ঝুঁকছেন অনেকেই।

পুকুরে মাছ ও পাড়ে উচ্চ ফলনশীল পেঁপে চাষ করে বাড়তি আয় করছেন নকলা উপজেলার অনেক পুকুর মালিক। তাদের দেখাদেখি অন্যরাও বাড়তি আয়ের আশায় পুকুর পাড়ে পেঁপে ও ফলের বাগান করছেন।

এমন এক পুকুর মালিক বানেশ্বরদী মধ্যপাড়া গ্রামের শামীম আহমেদ। তিনি দুই একর জমিতে খনন করা পাঁচটি পুকুর পাড়ে পেঁপে চাষ করে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন।

শামীম আহমেদ বলেন, ২০১৭ সালে ১৫ টাকা দরে তিনশ পেঁপে চারা কিনে লাগাই। প্রথম বছরের ফলনেই খরচ উঠে আসে। পরের বছরে সামান্য খরচ ছাড়া সবটাই লাভ হয়েছে। বর্তমানে প্রতি মণ কাঁচা পেঁপে ৬শ টাকা করে বিক্রি করছি। এ আয় দিয়ে পুকুরের প্রায় অর্ধেক খরচ চলে। তার এমন সফলতা দেখে এলাকার অন্য পুকুর মালিকরাও পুকুর পাড়ে পেঁপে চাষে ঝুঁকছেন।

ডাকাতিয়া কান্দার মোশারফ হোসেন, ভরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সভাপতি ছাইদুল হক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য বেলাল মিয়া, কামাল, লাল মাহমুদ, জব্দুল মিয়া, টালকী ইউপির রামেরকান্দি এলাকার রোকনউজ্জামান সাগরের পুকুরসহ উপজেলার বিভিন্ন এলাকার পুকুর মালিকরা জানান, তারা পুকুরে মাছ চাষের পাশাপাশি পাড়ে পেঁপে, বিভিন্ন জাতের আম, লিচু ও শাক-সবজি চাষ করে বাড়তি আয় করছেন। পাড়ে কাঠের গাছ রোপণ করলে ঝড়, তুফান ও বৃষ্টিতে গাছগুলো পাড়সহ ভেঙে পড়ার আশঙ্কা থাকে। ফলে ক্ষতির সম্মুখীন হন পুকুর মালিকরা । তাই কৃষি ও মৎস্য কর্মকর্তাদের পরামর্শে পুকুর পাড়ে পেঁপে, কলম কাটা আম, লিচু আবাদ ও শাক-সবজি চাষ করে লাভবান হচ্ছেন তারা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, নকলায় চার হাজার ১২০টি পুকুর রয়েছে। তাছাড়া ১১টি বিল আস্তে আস্তে নাব্যতা হারানোর কারণে সেসব বিলেও অনেক পুকুর খনন করা হয়েছে। এছাড়া নয়টি জলমহাল, এক হাজার ৬৬৫ হেক্টর নিচু ও চার হাজার ৩৫৫ হেক্টর মাঝারি নিচু জমি রয়েছে। ওই সব জমিতে এ বছর কমপক্ষে আরো আট শতাধিক পুকুর খনন করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম বলেন, উপজেলার জলাশয় বা পতিত জমিতে পুকুরে মাছ চাষের পাশাপাশি পাড়ে পেঁপে, শাক-সবজি বা ফলের বাগান বাড়াতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, এরমধ্যে অনেকে তাদের পুকুর পাড়ে পেঁপে, শাক-সবজি চাষ করে সফল হয়েছেন।