• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পুরান ঢাকার সমস্যা সমাধানে নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

পুরান ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সরকার নগর পুনঃউন্নয়ন (আরবান রিডেভেলপমেন্ট) প্রকল্প গ্রহণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স.ম. রেজাউল করিম। তিনি বলেন, এ সংক্রান্ত সাতটি এলাকা চিহ্নিত করে প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য অ্যাডভোকেট আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স.ম রেজাউল করিম আরো বলেন, এরইমধ্যে হাজারীবাগ ট্যানারী এলাকাকে একটি পরিকল্পিত মিশ্র এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের নগর পুনঃউন্নয়ন প্রকল্প বাংলাদেশে নতুন হওয়ায় এই বিষয়ে একটি ধারণা গ্রহণ করতে কারিগরি ও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, রাজউকের চলমান ডিটেইল এরিয়া প্ল্যান (২০১৬-২০৩৫) নগর পুনঃউন্নয়নের ধারণাপত্র বাস্তবায়ন কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।