• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

প্রতিবন্ধী ফেডারেশনের পক্ষ থেকে হাবিপ্রবির উপাচার্যকে শুভেচ্ছা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

১৪  অক্টোবর ২০১৯, হাবিপ্রবি, দিনাজপুরঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করায় হাবিপ্রবি'র উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা.মো.ফজলুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদত হোসেন খাঁন সহ অন্যান্যরা।   

দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অনামিকা পান্ডে, সম্পাদক মাধুরী কুন্ডু, সদস্য-লিপি, আশা মনি, মো: শাহিন ইসলাম ও দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহনেওয়াজ। 

তারা উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন প্রতিবন্ধীদের শিক্ষার মান উন্নয়নে আপনার মাধ্যমে হাবিপ্রবি‘র এ উদ্দ্যোগ যেমন স্মরণীয় হয়ে থাকবে তেমনি আপনি ইতিহাসের পাতায় উজ্জল হয়ে থাকবেন। হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই প্রথম প্রতিবন্ধীদের জন্যে কোটা সংরক্ষনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এজন্যে আপনার নিকট আমরা কৃতজ্ঞ।  

উল্লেখ্য,দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ইতিহাসে এবারই প্রথম প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করা হয়েছে।