• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ দলের কঠিন পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার। তামিম-সাকিব ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদরা। 

দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজে হেরে গেলে শ্রীলঙ্কার মতো সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ হারের লজ্জায় পড়বে টাইগাররা।

পরিসখ্যান এবং শক্তিকে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে স্বাগতিকরা। ৮ ম্যাচের দেখায় জয়হীন টাইগাররা।  শতভাগ জয়ে এগিয়ে রোহিত শর্মারা। মুশফিক-মাহমুদউল্লাহরা সেই পরাজয়ের বৃত্ত ভাঙবেন এমন প্রত্যাশাই করছেন টাইগার সমর্থকরা।

ভারতের বিপক্ষে এই সিরিজে তিন বছর পর দলে ফিরেছেন আল আমিন ও আরাফাত সানি। তিন বছর আগে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তারা।

এই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন সানি ও আল-আমিনরা। শুধু তাই নয়, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম/ মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনি/তাইজুল ইসলাম।