• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

প্রথম টেস্টে ইমরুলকে নিয়ে শঙ্কা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে খালি হাতে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। 

দ্বিতীয় ধাপের বাংলাদেশেরা মিশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। তাতে ভালো করার স্বপ্ন দেখছে মুমিনুলবাহিনী। কিন্তু এর আগে একের পর এক দুঃসংবাদ টাইগার শিবিরে। রাওয়ালপিন্ডি টেস্টে ওপেনার সাদমান ইসলামকে নিয়ে আগেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

এবার এলো নতুন ধাক্কা। আরেক ওপেনার ইমরুল কায়েসকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বঙ্গবন্ধু বিপিএলের পর থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ইমরুল। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আসন্ন বিসিএলে তাকে ধরে রেখেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ৩১ জানুয়ারি আসর শুরু হবে। তবে প্রথম ম্যাচে বাঁহাতি এ ওপেনারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের দ্বিতীয় অথবা তৃতীয় রাউন্ড থেকে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। 

দেবাশীষ চৌধুরী জানান, চোট থেকে দ্রুত সেরে উঠছেন ইমরুল। পাকিস্তান সফরের আগে তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। কয়েক দিন পর তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপরই জানা যাবে, তিনি পাকিস্তান সফরে যেতে পারবেন কিনা।