• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন পবিপ্রবির সাত শিক্ষার্থী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৮। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে।
 
তারা হলেন কৃষি অনুষদের শিক্ষার্থী হাবিবা জান্নাত মীম (সিজিপিএ-৩.৯৯), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান (সিজিপিএ-৩.৬৫), বিবিএ অনুষদের শিক্ষার্থী মোঃ আল-ইমরান (সিজিপিএ-৩.৬৮৪),  এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী শম্পা রানী (সিজিপিএ-৩.৮০৯), মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী প্রান্ত সাহা (সিজিপিএ-৩.৮৮৮), দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী শ্রাবণী সরকার (সিজিপিএ-৩.৮৭৮) এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থী শারমিন আক্তার (সিজিপিএ-৩.৯৩৪)।
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণপদকে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাতজন শিক্ষার্থীর নাম রয়েছে। 
এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী। ২০১৮ সালে প্রকাশিত ফলাফলের উপর ভিত্তি করে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।