• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ভোলায় আরটি পিসিআর ল্যাব স্থাপন’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন- ভোলা জেলায় করোনা তুলনামুলকভাবে সহনীয় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলায় আরটি পিসিআর ল্যাব স্থাপন করেছেন। ফলে এখন একদিনের মধ্যেই মানুষ করোনার ফলাফল পাচ্ছে। যাতে করে মানুষের দুর্ভোগ কমেছে।

তিনি বলেন, করোনা যুদ্ধে ডাক্তাররাই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পরিচিত। তারা জীবন বাজি রেখে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

সোমবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার প্রথম থেকেই এলাকায় এসে কাজ শুরু করেছি। সচেতনতামূলক মাইকিং, সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও মাস্ক বিতরণ করেছি। বাড়ি বাড়ি গিয়ে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এতে নিজের জীবনের ঝুঁকি থাকলেও সাধারণ মানুষের কথা ভেবে পিছ-পা হইনি।

এমপি শাওন পরে লালমোহনের বদরপুর, মোতাহারনগর ও চতলা গ্রামে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩টি একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

এসময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গবেষণা সম্পাদক মো. শাহিন জুয়েল, কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন প্রমূখ উপস্থিত ছিলেন।