• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘প্রশিক্ষণ ছাড়া কর্মী পাঠালে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

প্রশিক্ষণ ছাড়া কোনো কর্মীকে বিদেশে পাঠালে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

সোমবার রিয়াদের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

দক্ষ, আধাদক্ষ জনশক্তি রফতানি করতে সৌদি আরবের জনশক্তি নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এই সেমিনারের আয়োজন করে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং।

ইমরান আহমেদ বলেন, সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগ প্রক্রিয়া সহজ ও অভিবাসন ব্যয় কমাতে কাজ করে যাচ্ছে সরকার। মানসম্পন্ন জনশক্তি পেতে তিনি সৌদি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের চাহিদা জানানোর অনুরোধ জানান।

সেমিনারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাহিদ হোসেন ও সারোয়ার আলম বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ জনশক্তি সৌদি আরবে নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।