• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কুড়িগ্রামে তাল বীজ রোপণ শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বসতভিটায় তাল গাছের চারা রোপণ শুরু হয়েছে। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও কৃষি বিভাগের সহায়তায় আজ শুক্রবার পান্ডুল ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলসহ কৃষি বিভাগ ও রেড ক্রিসেন্টের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান বলেন, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে অধিকহারে তাল গাছ রোপণের বিকল্প নেই। আমরা পান্ডুল ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে প্রথম পর্যায়ে ৫০০ তাল গাছের চারা লাগাচ্ছি। এসব চারা পরিচর্যা করবেন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।