• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

প্রাকৃতিক দুর্যোগে কেউ না খেয়ে মরবে না: হুইপ ইকবালুর রহিম এমপি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ জুলাই ২০১৯  

হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে না খেয়ে অথবা বন্যার পানিতে একটি মানুষ যেন মৃত্যুবরণ না করে সেটাই সরকারের উদ্দেশ্য। সে লক্ষ্যে সরকার জেলা ও উপজেলায় ত্রাণ গুদাম তথ্যকেন্দ্রসহ সার্বিক ব্যবস্থাপনার প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন. দেশের যে কোনও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও ত্রাণ প্রস্তুত রাখার জন্য গুদাম অপরিহার্য।    

রবিবার দিনাজপুরে ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা ত্রাণ কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন,  সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

পরে দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম।