• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

প্রাথমিকের প্রশ্নপত্র তৈরিতে নতুন নিয়ম

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র প্রণয়নের জন্য নতুন নিয়ম তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

বুধবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন থেকে নিজেদের প্রতিষ্ঠানের প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষার সব প্রশ্ন নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রণয়ন করতে হবে। বর্তমানে উপজেলা বা থানা পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটি প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে।

এতে আরো বলা হয়, শিক্ষকদের প্রশ্ন করার দক্ষতা না থাকলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা সম্ভব হবে না। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা আনতে সর্বপ্রথম শিক্ষকদের মধ্যে সৃজনশীলতা তৈরি করতে হবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। 

এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা বাদে সব ক্লাসের পরীক্ষার প্রশ্নপত্র স্ব স্ব বিদ্যালয় শিক্ষকদের প্রণয়ন করতে হবে। উপজেলা বা থানা প্রশ্ন প্রণয়ন কমিটির মাধ্যমে বা অন্য কোন সূত্র থেকে প্রাথমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করা যাবে না।