• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৯

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফিলিপাইনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) ওই দুর্ঘটনায়, দুর্ঘটনা কবলিত এলাকার আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

এরইমধ্যে বিমান দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে জরুরি বিভাগের বেশ কিছু গাড়ি ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে। লোকজনকে নিরাপত্তার জন্য সেখান থেকে সরে যেতে বলা হয়।

কিং এয়ার ৩৫০ নামের ওই বিমানের আগুন নেভানোর পর, উদ্ধারকারীরা এর ভেতর থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার দু’জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ফিলিপাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটিতে এক রোগী এবং চিকিৎসকদের একটি দল, দেশের দক্ষিণাঞ্চল থেকে ম্যানিলায় যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিমানটি রাজধানী থেকে ৪৬ কিলোমিটার দূরে থাকা অবস্থায় রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দিকভ্রান্ত অবস্থায় পরবর্তীতে দুর্ঘটনার মুখে পড়ে।