• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফিলিস্তিনিদের আলাদা রাষ্ট্র থাকা উচিত- চীনা প্রেসিডেন্ট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

ফিলিস্তিনি জনগণের জন্য আলাদা রাষ্ট্র থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হচ্ছে শ্রেষ্ঠ উপায়।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে জিনপিং সোমবার এসব কথা বলেন। এ সময় তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি চীনের পক্ষ থেকে সমর্থন জানান এবং ফিলিস্তিনি ইস্যুকে মধ্যপ্রাচ্যের কোর ইস্যু বলে মন্তব্য করেন।

শি জিনপিং বলেন, ফিলিস্তিন ইস্যু মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে যেমন জড়িত তেমনি এটি আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবাধিকারেরও প্রশ্ন। এ ব্যাপারে সুদৃঢ় এবং স্বচ্ছ অবস্থান রয়েছে চীনের।

তিনি আরো বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনে সমমর্যাদার ভিত্তিতে সংলাপের পক্ষে বেইজিং। এছাড়া এ সংকট সমাধানে আন্তর্জাতিক সমাজকে সঠিক ও স্বচ্ছ অবস্থান গ্রহণ এবং প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।