• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ফুটপাতে অবৈধ দখল দেখতে চাই না: আতিকুল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম বলেছেন, নগরীর ফুটপাতে কোনো রকম অবৈধ দখল দেখতে চাই না। এখন সময় হয়েছে ফুটপাতগুলো জনগণকে বুঝিয়ে দেয়ার।

রোববার উত্তরার সোনারগাঁও জনপথ রোড থেকে আনুষ্ঠানিকভাবে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। সেখানে উপস্থিত থেকে মেয়র সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য করছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক অফিস নির্মাণ করেছে। সিটি কর্পোরেশন সুন্দর রাস্তা ও পথচারীদের জন্য ফুটপাত তৈরি করেছে, কিন্তু ফুটপাত দখল করে বাণিজ্য করায় জনগণ তা ব্যবহার করতে পারে না।

ফুটপাতে কোনো রকম বাণিজ্য চলবে না হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, উত্তরা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। এ উচ্ছেদের উপর আগামীকাল পর্যালোচনা অনুষ্ঠিত হবে। পরশুদিন ফের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পর্যায়ক্রমে ঢাকা উত্তরের সব জায়গায় এ অভিযান চালানো হবে।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান প্রমুখ।