• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফুলবাড়ীতে হিসাব বিবরণী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হলরুমে গেজেটেড কর্মকর্তাদের ইস্যুকৃত ২০১৮-১৯ অর্থ বছরের হিসাব বিবরনী বিতরন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ২২ আগষ্ট দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা হিসাব রক্ষক অফিসার মোছাঃ ফাতেমা জোহরা এর সভাপতিত্বে হিসাব বিবরণী বিতরন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা হলরুমে গেজেটেড কর্মকর্তাদের ইস্যুকৃত ২০১৮-১৯ অর্থ বছরের হিসাব বিবরনী বিতরন ও এক মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিসাব বিবরণী বিতরন ও মতবিনিময় সভার সভাপতি ও উপজেলা হিসাব রক্ষক অফিসর মোছাঃ ফাতেমা জোহরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমশের আলী মন্ডল, ফুলবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য ও প.প.  কর্মকর্তা ডা. মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাণী সস্পদ অফিসার ডা. মোঃ মাছদার রহমান সরকার , উপজেলা কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা মন্ডল, উপজেলা প.প. কর্মকর্তা আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, উপজেলা সেটেলম্যান্ট অফিসার ইমরান হোসেন মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান, উপজেলা সাব:রেজিষ্টার অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিকরুল হক, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আরিফুল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা হিসাব রক্ষক অফিস। আলোচনা সভা শেষে হিসাব বিবরণীর একটি করে কপি সকল কর্মকর্তাকে প্রদান করেন। হিসাব বিবরনী বিতরন ও মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শফিউল ইসলাম।