• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীর গ্রামীণ সড়কে চরম ভোগান্তি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের ফুলবাড়ীর গ্রামীণ সড়কগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পাকা সড়কের ইট-কংক্রিট উঠে গেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থী-কর্মজীবীসহ বিভিন্ন বয়সের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহর থেকে বেতদিঘী, মাদিলাহাট বাজার চিন্তামন, আটপুকুর, পুকুরীহাট, খয়েরবাড়ী বাজারের সড়কগুলোতে অসংখ্য ছোটবড় গর্ত। দুর্ঘটনা এড়াতে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন।

ভুক্তভোগীরা জানান, ফুলবাড়ীতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু সড়কে দুর্ভোগের কারণে এসব প্রতিষ্ঠান এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সড়কগুলো বছরের পর বছর ধরে সংস্কারবিহীন পড়ে থাকলেও উদ্যোগ নেয়নি এলজিইডি।

দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে কৃষ্ণপুর-খয়েরবাড়ী বাজার সড়ক মাটি দিয়ে ভরাট করেছে খয়েরবাড়ী বাজার বয়েজ ক্লাবের যুবকরা।

খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, দুই বছর আগে টেন্ডারের মাধ্যমে লালপুর ও খয়েরবাড়ী বাজারের সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছিলো। কিন্তু রহস্যজনক কারণে এখনো কাজ শুরু হয়নি।

উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান বলেন, আমবাড়ী-আটপুকুর, চিন্তামন-মাদিলাহাট, ফুলবাড়ী-খয়েরবাড়ী বাজার সড়ক সংস্কারের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।