• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফেসবুকে পঙ্কজ দেবনাথকে নিয়ে অপপ্রচারে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পঙ্কজ দেবনাথ সম্পর্কে অপপ্রচারের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার(৩১ আগস্ট) দুপুরে শহরের উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা মহসিন মন্ডল মিঠু সাইবার ক্রাইম আইনে বিচার চেয়ে ওই অভিযোগটি দায়ের করেন। 

অভিযোগে বলা হয়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংসদ পঙ্কজ দেবনাথ একজন সম্মানিত মানুষ। গত ২৬ আগস্ট বেশকিছু ফেসবুক আইডি থেকে ওই নেতার অশ্লীল ও অশালীন ছবি প্রচার করা হয়। যা সম্পূর্ণ ভুয়া ও মানহানিকর। ওই কাজে ব্যবহৃত ফেসবুক আইডি ও প্রোফাইল পিকচার থানায় জমা দেয়া হয়েছে। 

অভিযোগকারী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি। তিনি জানান, পঙ্কজ দেবনাথের মতো একজন নীতিমান ও ভদ্র ইমেজের নেতাকে অসম্মানিত করতে দুরভিসন্ধিমূলক ওই অপপ্রচার চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ চাই। এ সংক্রান্ত ব্যাপারে সাইবার ক্রাইম আইনের বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি। 

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।