• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফেসবুকে মেয়েদের নামে আইডি খুলে প্রতারণা, আটক ৫

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

পাবনায় সুন্দরী মেয়েদের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করার দায়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম জামিল আহমেদ।

আটকরা হলেন- পাবনা শালগাড়িয়া মহল্লার মনোয়ার ইসলাম মামুন, রামচন্দ্রপুর ঘোষপাড়ার মাসুদ রানা, শালগাড়িয়া হাসপাতাল পাড়ার কাজী ইমদাদুল হক ওরফে হীরা, দিলালপুর ঘোষপাড়ার এসএম রাকিব হাসান রুবেল ও মুজাহিদ ক্লাবের সুজন আলী ওরফে প্রিন্স।

জামিল আহমেদ জানান, শুক্রবার দিনব্যাপী পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই প্রতারক চক্রের সদস্যরা সুন্দরী মেয়েদের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের মূল টার্গেট ছিল বিভিন্ন ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করা। পরে মুক্তিপণ আদায় করা। আর এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে বিভিন্ন সময়ে অনেকে নিঃশেষ হয়ে গেছে।

সদর থানার ওসি ওবায়দুল হক জানান, এ ঘটনায় আটকদের পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের হাজতে পাঠানো হবে।