• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

`বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি`- বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে জুবিলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে  “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” বিষয়ক মতবিনিময় সভা -২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, জুবিলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আখতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অফিসার নির্মল কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদের জুয়েল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা হাসিনা বানু, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল ইসলাম। অনুষ্ঠানে এই  প্রতিষ্ঠানে সহকারি প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রিসেন্ট কিন্ডার গার্ডেন গালর্স স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, মাকিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক,শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, করিমুল্ল্যাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিদুর রহমান, শহীদ জমির উদ্দিন গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, মহারাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসউদ আলম প্রমূখ।

মতবিনিময় সভা শেষে দিনাজপুর সদর উপজেলার মোট ৭৮ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে ১ হাজার ১৮ প্রকার বৈজ্ঞানিক শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দিনাজপুর সদরের প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ২ জন করে সহকারি শিক্ষক অংশগ্রহণ করেন।