• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: সুরে সুরে শ্রদ্ধা শিল্পীদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মবার্ষিকীতে সুরে সুরে শ্রদ্ধা জানালেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পীরা। গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’। এই গানটিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর কালজয়ী ভাষণ থেকে সোনার বাংলা তৈরী হওয়ার গল্পই বলা হয়েছে। 

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। নাভেদ পারভেজ’র সুরে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, রবি চৌধুরী, তামান্না প্রমি, স্বপ্নীল সজীব, প্রতিক হাসান ও ঝিলিক।

সৌমিত্র ঘোষ ইমন’র পরিচালনায় নির্মিত এই গানের মিউজিক ভিডিওতে নৃত্য পরিবেশনায় সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনা করেছেন নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু।

গানটির সঙ্গে সংস্লিষ্ট সুত্রে জানা গেছে, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ গানের ভিডিওটি মুজিব বর্ষের প্রথম দিন থেকেই জাতীয় গনমাধ্যম ও ইউটিউবে সম্প্রচারিত হবে।