• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চবিতে মার্কেটিং কাপ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের উদ্যেগে শুরু হয়েছে মার্কেটিং কাপ ২০২০। রোববার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এসময় কবুতর উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিভাগের প্রভাষক সৈকত দাশ ও ইমতিয়াজ উদ্দীন চৌধুরী। উপস্থিত ছিলেন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
 
পরে বিভাগটির শিক্ষার্থী রেজাউল করিম রকির সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভাগের দুই শিক্ষক। এসময় তারা বলেন, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমরা চাইবো এই টুর্নামেন্টের মাধ্যমে বিভাগের নতুন পুরাতন শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটা আরো দৃঢ় হবে।

টুর্নামেন্টটির আহব্বায়ক আরফাত উদ্দীন মামুন বলেন, আমরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে টুর্ণামেন্টটি আয়োজন করেছি। প্রত্যেক বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তবে এবারের বিশেষত্ব হলো মুজিববর্ষকে কেন্দ্র করে। আমাদের এই টুর্ণামেন্টে বিভাগের প্রত্যেক ব্যাচ থেকে ৭দল অংশগ্রহণ করছে। ৩ ফেব্রুয়ারি এর ফাইনাল হবে।