• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করতে ঠাকুরগাঁওয়ে শোক র‌্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উদযাপন কমিটি ঠাকুরগাঁও রোড শাখা যুব সংসদ ক্লাবে এই কর্মসুচি আয়োজন করে।

এ উপলক্ষ্যে শুক্রবার সকালে যুব সংসদ মাঠ থেকে শোক র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও রোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর একরামুল দৌল্লা সাহেব প্রমুখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।