• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা কৃষকলীগের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কৃষকলীগ।

শনিবার দুপুরে সংগঠনের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যান।

সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষকলীগ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী দিনগুলোতেও দলকে এগিয়ে নিয়ে যাব। 

এ সময় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি মাকসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক হালিম খান, তুরাগ থানা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন হোসেনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায়, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে কৃষকলীগ।