• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ আগস্ট ২০২০  

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় শনিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজের হলরুমে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব, জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি তহমিনা আক্তার মোল্লা, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক দ্রৌপতি দেবী আগরওয়ালা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান।  

আলোচনা সভা শেষে সদর উপজেলার ছয়জন দুঃস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন দেয়া হয়। এছাড়াও জেলার চারটি উপজেলাতেও ছয়টি করে সেলাই মেশিন দেয়া হয়।