• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বদরগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

দেড় বছর আগে ধর্মান্তরিত হয়ে পছন্দের ছেলেকে বিয়ে করেন তাজকিরা বেগম (২০)। গত শুক্রবার তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রংপুরের বদরগঞ্জ উপজেলার শেখেরহাট গোমস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাজকিরার বাবার বাড়ি কিশোরগঞ্জে বলে জানায় পুলিশ। তবে পূর্ণ ঠিকানা জানা সম্ভব হয়নি।

নিহত ব্যক্তির স্বামীর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, বছর দুয়েক আগে ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন তাজকিরা। তখন তাঁর নাম ছিল জবা রানী। এ সময় দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট গোমস্তাপাড়া গ্রামের আল আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম। আল আমিন সেখানে রংমিস্ত্রির কাজ করতেন। তাজকিরা ধর্মান্তরিত হওয়ার পর শরিয়ত মোতাবেক তাঁকে বিয়ে করেন আল আমিন। বিয়ের দুই-তিন দিন পরেই তাজকিরাকে বদরগঞ্জে এনে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে ঢাকায় ফিরে যান আল আমিন। তখন থেকে তাজকিরা ওই মাদ্রাসাতেই থাকতেন। গত ঈদের ছুটিতে স্বামীর বাড়িতে আসেন তাজকিরা। আল আমিনও বাড়ি আসেন। ঈদের পর তাজকিরা মাদ্রাসায় ফিরে যেতে আপত্তি জানালে এ বিষয়ে তাঁদের মধ্যে কয়েকবার ঝগড়া হয়। অবশেষে গত শনিবার তাঁকে মাদ্রাসায় রেখে আল আমিন ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন। এর আগে শুক্রবার কীটনাশক পান করেন তাজকিরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তিনি মারা যান।

দুজন প্রতিবেশী বলেন, জোর করে মাদ্রাসায় পাঠানোর সিদ্ধান্ত মেনে নিতে না পারায় সে আত্মহত্যা করেছে বলে তাঁদের ধারণা।

ঘটনার পর থেকে আল আমিন পলাতক রয়েছেন। তাঁর মা আকলিমা বেগম বলেন, কিন্তু গত শুক্রবার স্বামীর সামনেই তাজকিরা বিষ পান করেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান গতকাল সোমবার বলেন, মেয়ের বাবার নাম–ঠিকানা পাওয়া না যাওয়ায় লাশ ময়নাতদন্ত শেষে দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরে স্বামীর ভিটায় তাঁকে দাফন করা হয়েছে।