• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের পুরস্কার জিতলেন মেসি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বার্লিনে দেয়া হলো ২০১৯ লরিয়াস ক্রীড়া পুরস্কার। প্রথমবারের মতো কোনো ফুটবলার হিসেবে বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের এই পুরস্কার জিতে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এ পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। দুজনই সমান সংখ্যক ভোট পেয়ে যৌথভাবে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। 

এর আগে পাঁচবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন মেসি। অবশেষে সেই পুরস্কার জিতলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার। 

গত বছর এই পুরস্কার জিতেছিলেন টেনিস তারকা নোভাক জোকভিচ। এবার পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেছেন রাফায়েল নাদাল, মার্ক মার্কুয়েজ, ম্যারাথন দৌড়বিদ এলিউড কিপচোগে ও গল্ফার টাইগার উডসকে। 

২০১৯ সালে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার জিতলেন মেসি। এ সময়ে তিনি দ্য গোল্ডেন শু, দ্য ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট ও পিচিচি ট্রফি ঘরে তোলেন। ২০২০ সালে বার্সার হয়ে ৫০০তম জয়ের মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টের মালিক এলএমটেন।