• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বহুল প্রত্যাশিত দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত উত্তরাঞ্চলবাসী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

আজ বুধবার দুপুর ১২ টার কিছুক্ষণ পর গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকায় চলাচলের আন্তনগর ট্রেনের উদ্বোধন করেছেন। একই সময় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটি ইনকার কোচে নতুন দুটি ট্রেনের প্র্রতিস্থাপিত র‌্যাক উদ্বোধন করা হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উত্তরাঞ্চলের অসংখ্য মানুষ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নাড়িয়ে ও হুইসেল বাজিয়ে রংপুর, লালমনিরহাট থেকে নতুন কোচ ও কুড়িগ্রাম থেকে আন্তুনগর ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

‘নতুন ট্রেনের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত উত্তরাঞ্চলবাসী’

ছবিঃ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর আন্তনগর ট্রেন উদ্বোধনের সময় রংপুর স্টেশনে উপস্থিত ছিলেন যারা।

ট্রেনটি উদ্বোধনকালে রংপুর প্ল্যাটফরমে স্থাপন করা মঞ্চে উপস্থিত ছিলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা প্রশাসক আসিব আহসান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এ ছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম, রেলপথ মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের অতিরিক্ত মহাপরিচালক আফজাল হোসেন, অতিরিক্ত প্রধান (পরিকল্পনা) আজিজুর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ‘কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা শুরু করবে। ট্রেনটি গন্তব্যস্থান থেকে পৌঁছা পর্যন্ত মোট আটটি স্টেশনে স্টপেজ দেবে।

অবশেষে উত্তরাঞ্চলবাসীর বহুল প্রত্যাশিত কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অঞ্চলের মানুষ। ইতিমধ্যে পরীক্ষামুলকভাবে ট্রেনটি নির্দিষ্ট পথে চলাচল সম্পন্ন করেছে। উদ্বোধনের পর থেকে নিদিষ্ট স্টেশনগুলো থেকে টিকিট বিক্রি শুরু হবে।

জানা যায়, ট্রেনটি প্রতিদিন কুড়িগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ২৫ মিনিটে। ঢাকা থেকে ওই দিনই রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৬টা ২০ মিনিটে কুড়িগ্রাম পৌঁছাবে।

এ বিষয়ে পার্বতীপুর রেলস্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, নতুন ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে এসে রংপুর ও বদরগঞ্জ রেলস্টেশন দাঁড়াবে। এরপর পার্বতীপুর এসে ডুয়েল গেজ রেলপথে জয়পুরহাট, মাধনগর ও নাটোর হয়ে ঢাকায় গিয়ে পৌঁছবে। ফিরতি পথে একইভাবে পার্বতীপুর হয়ে এ ট্রেন কুড়িগ্রাম গিয়ে পৌঁছবে।

ট্রেনটি উদ্বোধনে উত্তরের জেলা রংপুর ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি এবার পূরণ হয়েঠে। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন পিটি ইনকা লাল-সবুজ কোচ দিয়ে ট্রেনের রেক সাজানো হয়েছে। নির্ধারিত হয়েছে সময়সূচি।

ট্রেনটির শোভন চেয়ারের ভাড়া ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বার্থ ১৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চলবাসী সৌভাগ্যবান। কুড়িগ্রাম থেকে নতুন ট্রেন চালু হবে। রংপুর ও লালমনিরহাট থেকেও অপর নতুন কোচের উদ্বোধন করা হলো।

এদিকে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, ‘উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রামের মানুষ আধুনিক ও নিরাপদ ট্রেন যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের এ কষ্টের কথা চিন্তা করে উত্তরাঞ্চলে নতুন নতুন ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি করলেন। এটি আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান।