• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের বাজেট সহায়তা দিচ্ছে জাপান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০  

করোনার ক্ষতি মোকাবিলায় বাজেট সহায়তা হিসেবে ১ বিলিয়ন ডলারের (১০০ কোটি ডলার) ঋণ সহায়তা দিচ্ছে জাপান। আগামী ৫ আগস্ট জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে এ বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। কোনো একক দেশের পক্ষ থেকে এটি হবে অর্থমূল্যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঋণচুক্তি। সাধারণত বড় অঙ্কের ঋণ পাওয়া যায় আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার কাছ থেকে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কভিডের ক্ষতি পুষিয়ে নিয়ে অর্থনৈতিক কর্মকান্ডে গতি ফেরাতে বিভিন্ন প্যাকেজের সহায়তা ঘোষণা করেছে সরকার। আগামীতেও হয়তো এ ধরনের আরও সহায়তা দেওয়া হবে। এসব সহায়তায় অর্থ সংস্থানের জন্য চীন, জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে ঋণ চেয়েছে সরকার। এর অংশ হিসেবেই জাপান এই সহায়তায় এগিয়ে এসেছে। চলতি অর্থবছরই ঋণ সহায়তার একটা বড় অংশ আসবে। বাকি অর্থ আগামী অর্থবছরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তার (ওডিএ) অংশ হিসেবে এমআরটি-১, এমআরটি-২, এমআরটি-৩সহ অনেক উন্নয়ন প্রকল্পে সহায়তা দিচ্ছে জাপান।

বাজেট সহায়তা হিসেবে গত মে মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৭৩ কোটি ডলার ও বিশ্ব ব্যাংক ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা জানিয়েছে। বিশ্ব ব্যাংকের প্রতিশ্রুত মোট সহায়তার অর্ধেক ইতিমধ্যে ছাড় করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষ থেকেও ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ব্যাপারেও খুব শিগগিরই অগ্রগতি হতে পারে বলে জানা গেছে। এর বাইরেও চীনভিত্তিক এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং জেদ্দাভিত্তিক ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) পক্ষ থেকে ৩৫ কোটি ডলারের ঋণ আশা করছে সরকার।