• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বাংলাদেশি মুসলিমকে দেশে ফেরত পাঠানো হবে- দিলিপ ঘোষ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

ভারতে দেশব্যাপী নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দেশটির সরকার। বিভিন্ন রাজ্যে বসবাসরত এক কোটি বাংলাদেশি মুসলিমকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান দিলিপ ঘোষ। রোববার উত্তর চব্বিশ পরগনা জেলার জনসভায় দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। 
 
দিলিপ ঘোষ বলেন, যারা নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরোধিতা করছে তারা হয় বাঙালী বিরোধী অথবা ভারত বিরোধী। তারা ভারতবর্ষের ধারণার বাইরে তাই হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করছে। এই রাজ্যে বসবাসকারী এক কোটি অবৈধ মুসলিম সরকারের দেয়া দুই রুপি ভর্তুকির চাল খেয়ে জীবনযাপন করছে। আমরা তাদের ফেরত পাঠাবো। এসব অবৈধ বাংলাদেশি মুসলিমরাই রাজ্যজুড়ে অগ্নিসংযোগে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

গত বছরের ডিসেম্বর মাসে ভারত সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বিল পাস করে। এরপর থেকেই দেশটির বিভিন্ন রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। দেশটির সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে সে বিক্ষোভে। দেশটির সংসদে বিলটি পাসের পর সেটি আইনে পরিণত হয়।